শাহপরানে যুবদল কর্মী খুন, টেম্পু মঈনসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর শাহপরান গেইটে যুবদলকর্মী বিলাল আহমদ মুন্সী (৩০) খুনের ঘটনায় প্রধান আসামী রুনু মিয়া মঈন ওরপে টেম্পু মঈনসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে বুধবার বিকেলে নরসিংদীর এলাকা থেকে টেম্পু মঈনসহ তাদের গ্রেফতার করা হয়। তিনি সিলেট জেলা সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শাহপরান বাহুবল এলাকার বাসিন্দা। এর সত্যতা নিশ্চিত করেছেন শাহপরান থানার ওসি মো. মনির হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা যাওয়ার পথে প্রধান অভিযুক্ত মঈনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সিলেটে নিয়ে আসা হচ্ছে। এর আগে গত ২৫ নভেম্বর রাতে নগরীর শাহপরান গেইটের বাহুবল এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হন যুবদল কর্মী বিলাল। তিনি বিআইডিসি বহর এলাকার জহুরুল ইসলামের ছেলে ও পেশায় রং মিস্ত্রি ছিলেন।

এদিকে বিলাল খুনের পরদিন মঙ্গলবার নিহতের ভাই মোস্তফা বাদী হয়ে শাহপরান থানায় রুনু মিয়া মঈনকে প্রধান অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপর পুলিশ তাৎক্ষনিকভাবে ৬ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে গেলেও তাদের গ্রেফতার দেখানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *