
বাংলাদেশ সমিতি আজমানে চালু হলো কনস্যুলার সেবা
আমিরাতের বান্যিজিক নগরী দুবাইয়ে অবস্থিত বাংলাদেশে কন্স্যুল্যেটে আজমানে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা সেবা গ্রহণ করতে বাড়তি যাতায়াত খরচ ও দূরত্বের কারণে অতিরিক্ত সময়ও ব্যয় করতে হতো। প্রায় দুই লাখ প্রবাসী বাংলাদেশি বাস করেন আজমান প্রদেশে। দুবাই যেতে হলে অধিকাংশ প্রবাসী কর্মস্থল থেকে ছুটি নিতে হয়। প্রবাসীদের এই ভোগান্তি কমাতে এবার আজমান প্রদেশেই বাংলাদেশ কনস্যুলেটের তত্বাবধানে কনস্যুলার…