সত্য খবর প্রচারিত করার আহবান জানালেন মাহতাবুর রহমান নাসির

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশী গণমাধ্যম কর্মীদের সাথে অগ্রিম ঈদ শুভেচ্ছা বিনিময় ও গত ২০শে মার্চ বাংলাদেশের একটি পত্রিকায় প্রকাশিত “পারফিউম ব্যবসার আড়ালে দেশের সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্রমাণ পেয়েছে এনবিআর” শিরোনামে প্রকাশ করা খবরের প্রতিবাদ জানিয়েছেন আল হারামাইন পারফিউম কোম্পানির চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির সিআইপি। এসময় গণমাধ্যমকর্মীদের ছাড়াও উপস্থিত ছিলেন, আল হারামাইন গ্রুপের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ মূসা, নয়ন আহমেদ সহ আরো অনেকে।

বৃহস্পতিবার ২৭শে মার্চ আজমানে অবস্থিত আল হারামাইন পারফিউম কোম্পানির নিজস্ব ভবনে আমিরাতে অবস্থানরত গণমাধ্যম কর্মীদের সাথে ঈদের কুশলবিনিময় শেষে একটি পত্রিকায় প্রকাশিত মিথ্যা খবরের তীব্র নিন্দা জানিয়ে মাহতাবুর রহমান নাসির বলেন, খবর প্রকাশের ক্ষেত্রে সত্য মিথ্যা যাচাই না করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে আহবান জানান৷

তিনি বলেন, আমিরাতে দীর্ঘদিন ধরে সততার সাথে ব্যবসা করে আসছে আল হারামাইন পারফিউম। আমিরাতের সুনামধন্য বাংলাদেশী প্রতিষ্ঠান হওয়ার সুবাধে বাংলাদেশের ব্যবসায়ী, রাজনীতিবিদ, সরকারী আমলা, আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী সহ অনেক মানুষের আস্থার প্রতিক হিসেবে আল হারামাইন গ্রুপ পরিচিত। আমার এই ব্যবসায়ীক জীবনে আজ অবধি অন্যায় বা অবৈধ পথে দেশে টাকা প্রেরণ করিনি। এছাড়া আমার কোম্পানির সকল কর্মচারীদের বৈধপথে টাকা প্রেরণে উৎসাহ করেছি এবং সবাইকে প্রবাসী কল্যাণকার্ড করে দিয়েছি৷ বাংলাদেশে হাসপাতাল, স্কুল, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছি আমিরাত থেকে বৈধ পথে টাকা পাঠিয়ে৷ আমার বৈধপথে টাকা পাঠানোর সকল কাগজপত্র অফিসে জমা আছে। বৈধপথে টাকা পাঠানোর প্রমানসরুপ ২০১২ সালের পর ১১ বার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে সিআইপি হয়েছি৷

তিনি আরো বলেন, আমি এতদিন ধরে ব্যবসা করার সময় প্রবাসী বাংলাদেশীদের অনেক সহযোগিতা করেছি যা আমিরাতে অবস্থানরত গণমাধ্যমকর্মীরা অবগত আছেন৷ দেশে লাশ প্রেরণ, অসহায় প্রবাসীদের আর্থিক সহযোগিতা, বৈধ পথে টাকা প্রেরণে বাংলাদেশী প্রবাসীদের উৎসাহ প্রদানে সেমিনার করেছি। এছাড়া বৈধপথে রেমিটেন্স প্রেরণকারীদের ২.৫℅ ইন্সেটিভ চালু করতে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেছি। তবুও গণমাধ্যমকর্মীদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার ব্যাপারে খোজ খবর নেন, যাচাই করে দেখবেন এবং সত্য খবর তুলে ধরবেন।

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বাসিন্দা কাজী আব্দুল হকের প্রতিষ্ঠিত আল হারামাইন পারফিউমের বর্তমান চেয়ারম্যান ছেলে মাহতাবুর রহমান নাসির বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সাল থেকে টানা ১১ বার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হন তিনি। বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত হন স্ত্রী-সন্তান, ভাই-ভাতিজা সহ তার পরিবারের সাতজন সদস্য৷

উল্লেখ্য, ১৯৭০ সাল প্রতিষ্ঠিত বাংলাদেশী প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউম সততার সাথে ব্যবসা করে বাংলাদেশের নাম বিশ্বে উজ্জ্বল করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *