জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছেলাইয়া গ্রামের আবুল বাতেনের এর ছেলে আতিকুর রহমান মালয়েশিয়ার লোক পাঠাবে বলে শতাধিক পরিবার হইতে প্রায় ২ কোটির বেশি টাকা নিয়ে আত্নগোপনে রয়েছে। থানা অভিযোগ রয়েছে একাদিক। জানা যায়,সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে কম টাকা মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে ২/৩ লাখ টাকা করে প্রায় শতাধিক পরিবারের কাছ থেকে নিয়ে বছর খানিক এদিক ওদিক করে বর্তমানে আত্নগোপনে পলাতক রয়েছে আদম ব্যবসায়ী আতিকুর রহমান। আরো জানা যায় যে দালাল আতিকুর অবৈধ পথে মালয়েশিয়া গিয়ে অবৈধ ভাবে মালয়েশিয়ার পুলিশ তাকে ধরে দেশে পাঠিয়ে দেয় প্রায় ৬ মাস আগে। দেশে আশার পর যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা সবাই একে একে আসতে তাকলে কোন পথ না পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় এবং ফোনে অনেকে সাথে যোগাযোগ রাখে তাদের মিথ্যা আশ্বাস দিয়ে একের পর এক তারিখ দিতে তাকে। এ ব্যাপারে সরজমিনে গিয়ে জানতে যাইলে, একই গ্রামের বাসিন্দা আক্কল আলী জানান, আতিকুর আমার ছেলে কে আজ থেকে দেড় বছর আগে মালয়েশিয়া নিবে বলে ২ লাখ টাকা নেয় তাকে মেডিকেল করায়। এতদিন হইছে কিন্তু এখনও আমার টাকাও দেয়না বিদেশ ২ মাসের মধ্যে নেওয়া কথা ছিল তা ত আর হল বরং আমার গরু, ফসলী জমি বিক্রয় করে টাকা টা দিছিলাম এখন টাকা টা পাইনি। বর্তমানে সে কোথায় তাকে জানিনা। একই গ্রামের অজুদ মিয়া ছেলে,প্রতিবন্ধী শামসুনুর এর ছেলে, আব্দুল মজিদ ছেলে ,নুরুজ্জামানের ছেলে, চান্দের নগর গ্রামের কিতাব আলী,ফেকুল মাহমুদপুরের সাহাব উদ্দিন,মাহমুদপুরের মরহুম শায়খ সিদ্দিক আহমদ হুজুরের নাতি,আব্দুল মোছাব্বির এর ছেলে সহ আর অসংখ্য লোকের কাছ থেকে মালয়েশিয়া পাঠানোর জন্য ২ লাখ টাকা নেয়। উপজেলার ফেনানবাকঁ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের তোলা মিয়া জানান,দালাল আতিকুর আমার ছেলে কে বিদেশ নিবে বলে মেডিকেল করায় এবং জাল ভিসা দিয়ে জাল টিকেট দিয়ে ফ্লাইট দিবে বলে ৪ লাখ ৫০ হাজার টাকা নিয়েছে কিন্তু আজ ২ বছর হইগেছে এখন আতিকিরেও পাইনা টাকাও পাইনা। বর্তমানে আমি ঋনের দায়ে বাড়িত তাকতে পাড়িনা। এ ব্যাপারে এলাকার লোক জনের কাছে জানতে চাইলে ছেলাইয়া গ্রামের বাসিন্দা মুনসুর জানান,আতিকুর মালয়েশিয়া লোক নেওয়ার কথা বলে প্রায় ১০০/১৫০ লোকের কাছ থেকে ২ লাখ ৩ লাখ করে টাকা নিয়েছে,এক সময় তার বাড়িতে দলে দলে লোক আইত তখনেই বুঝতে পারছি যে সে একটা বিশাল পতারনার পাদঁ পাতাইছে। এই ব্যাপারে একই গ্রামের বাসিন্দা রাসেল জানান যে সে আমারেও পার্সপোট করাইছে আর্জেন্ট মালয়েশিয়া নিব বলে পরে দেখলাম জামালগঞ্জের, নয়াহালট,তেলিয়া,শাহপুর, মাহমুদপুর, তেরানগর, ফেকুলমাহমুদপুর, চান্দের নগর, তেরানগর, লক্ষীপুর,নাজিমনগর,মৌলিনগর, আসনা বাজ,রাজাবাজ,ভান্ডা, নোয়াগাও, জাল্লাবাজ, দক্ষিন সুনামগঞ্জের জিবদারা,মুক্তাখাই,চানঁপুর,তেরহাল, নুরপুর,উকার গাওঁ,তলের বন। বিশ্বম্বারপুর উপজেলার বাউগ্ধা,রাজিনপুর,দাওয়া,শাহপুর,কিদিরপুর সহ সুনামগঞ্জ সদরেও প্রায় ৩০/৪০ জনের কাছ থেকে টাকা নিয়েছে। প্রতারনার স্বীকার বিশ্বম্বারপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা বলেন আমার দুই ছেলে কে মালয়েশিয়া পাঠানোর কথা বলে ৫ লাখ টাকা নিয়েছে আজকে ১৭/১৮ মাস হয়েছে এ পর্যন্ত তিন বার মেডিকেল করাইছে আমার বিভিন্ন সাথে বিভিন্ন ভাবে প্রতারনা করছে। তার এলাকার লোকজনের মাধ্যমে কয়েকবার শালিস হইলে টাকা দেওয়ার তারিখ করলেও পরে তাকে আর পাওয়া যায়নি বর্তমানেও সে পলাতক তার বউ বাচ্চা সহ পলাতক রয়েছে। আরো জানা যায় যে অনেকেই তার কাছে টাকা চাইতে এসে বিভিন্ন সময় অপমানিতও হয়েছেন। অনেকেই কোন পথ না পেয়ে থানা অভিযোগ করেছেন। ব্যাপারে জামালগঞ্জ থানায় ও কোর্টে একাদিক মামলা রয়েছে তার নামে।
এ ব্যাপারে আতিকুরের বাবার কাছে বললে তিনি এর জন্য কোন কথা বলতে রাজি নন। এই ব্যাপারে আতিকুরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও বাড়ি কিংবা ফোনে পাওয়া যায়নি। বিদেশ নেওয়ার কথা বলে টাকা দেওয়া ভুক্তভুগি কয়েকজনের ভিডিও বক্তব্য রয়েছে।
জামালগঞ্জে মালয়েশিয়ায় লোক পাঠাবে বলে দালাল আতিকুর কোটি টাকা নিয়ে পলাতক
