১৩ বছর বয়সী কিশোরকে হত্যা করেছে মার্কিন পুলিশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৩ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে পুলিশ। নিয়াহ মাওবে নামের ওই কিশোরের হাতে একটি খেলনা বন্দুক ছিল। শনিবার বিকেলে নিয়াহকে হত্যার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, নিউইয়র্ক পুলিশের একজন কর্মকর্তা তাঁকে গুলি করে হত্যা করছেন। পুলিশ জানিয়েছে, ওই খেলনা বন্দুক পুলিশের দিকে তাক করেছিল নিহত কিশোর।
টেলিগ্রাফ জানিয়েছে, নিয়াহকে গুলি করে হত্যার ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার পর ম্যানহাটান থেকে প্রায় ২৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ইউটিকা শহরে। সমবয়সী আরেকজনকে নিয়ে ওই এলাকায় ডাকাতি করার ঘটনায় সন্দেহভাজন ছিল কিশোর।
পুলিশ দাবি করেছে, আগের দিনের ডাকাতির ঘটনায় সন্দেহভাজন কিশোরের যে বর্ণনা, তাদের কাছে ছিল তার সঙ্গে পুরোপুরি মিলে যায় নিহত কিশোর। আগের দিন যে এলাকায় ডাকাতি হয়, পরদিন একই এলাকায়ই সঙ্গীকে নিয়ে অবস্থান করছিল ওই কিশোর। পরে তাদের কাছে অস্ত্র আছে কি না নিশ্চিত হতে দুজনকে তল্লাশি শুরু করে পুলিশ।
পুলিশের শরীরে লাগানো ক্যামেরার একটি ভিডিওতে দেখা গেছে, তল্লাশির সময় দুই কিশোরের নিয়াহ মাওবে ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় নিজের কাছে থাকা একটি খেলনা অস্ত্রও তাক করে পুলিশের দিকে। গুলি করার সময় ওই অস্ত্রকে আসল ভেবেছিল পুলিশ। যদিও পরে দেখা যায়, ওই অস্ত্রটি এষড়পশ ১৭ এবহ ৫ মডেলের একটি হ্যান্ডগানের নকল।
ইউটিকা পুলিশের প্রধান মার্ক উইলিয়ামস বলেছেন, একটি উত্তেজনাকর মুহূর্তে একজন অফিসার ছেলেটির দিকে একটি গুলি চালায়। গুলিটি তার বুকে আঘাত করে। পুলিশ সদস্যরা তাৎক্ষণিক-ভাবে নিয়াহকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন এবং কাছাকাছি একটি হাসপাতালেও নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানেই মারা যায় নিয়াহ।
একটি ইমেইল বার্তায় নিউইয়র্ক পুলিশের মুখপাত্র লেআউট মাইকেল কার্লি বলেছেন, ‘কিশোরের বহন করা নকল বন্দুকটি সব দিক থেকেই আসল বন্দুকের মতো। গ্লক চিহ্ন, স্বাক্ষর, বিচ্ছিন্ন-যোগ্য ম্যাগাজিন এবং সিরিয়াল নম্বরও ছিল অস্ত্রটির।’ যে অফিসার গুলি চালিয়েছেন, তাঁর নাম প্যাট্রিক হুসনে। প্রায় ছয় বছর ধরে তিনি দায়িত্ব পালন করছেন। ঘটনার পর এক সহকর্মীসহ তাঁকে সবেতন প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *