হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুর থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থান কাপড়, চকলেট ও কসমেটিকস পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি ৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়ন। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানকে থামতে সিগন্যাল দেওয়া হয়। চালক কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায়। পরে বিজিবি কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১ হাজার ৪৭ পিস শাড়ি, ৮ হাজার ২শ ৬৭ মিটার থান কাপড়, সোফার কাপড় ৮শ ৬০ মিটার, বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫ হাজার পিস ক্রিম, পারফিউম ৪১২ পিস, বেবি লোশন ৩৬০ পিস ও কিটকাট চকলেট ২১ হাজার ৮৮০ পিস জব্দ করে। যার আনুমানিক মূল্য তিন কোটি ৬১ লাখ ৬৬ হাজার ১শ টাকা।

জব্দকৃত পণ্য জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে । এছাড়াও এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *