সিলেট সীমান্তে রয়েল এনফিল্ড বাইকসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-(বিজিবি)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট সেক্টরের জকিগঞ্জ ব্যাটালিয়নের (বিজিবি-১৯) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো: আসাদুন্নবী।

বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার ও বৃহস্পতিবার সকাল পর্যন্ত (৪ ও ৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লালাখাল, লোভাছড়া এবং সোনাপুরে সীমান্তের শূন্য লাইনের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ১২ হাজার কেজি ভারতীয় চিনি গুড়া চাল, তিন হাজার ৫৮০ কেজি ভারতীয় চিনি, ১০০ কেজি ভারতীয় তাল মিছরি, একটি ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, একশত ৬০ পিস ইয়াবা, ৭২টি কাতান শাড়ি, নয়টি কম্বল এবং একটি ট্রাক জব্দ করা হয়। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ২৭ হাজার ২০০ টাকা।

এ ব্যাপারে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো: আসাদুন্নবী বলেন, ‘সীমান্তের সুরক্ষা নিশ্চিতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান চলছে। জব্দ মালামালের সুষ্ঠু নিষ্পত্তি করতে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *