হলিউড অভিনেতা মার্টিন মুল মারা গেছেন

হলিউড অভিনেতা ও কমেডিয়ান মার্টিন মুল মারা গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।

প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে ‘মেরি হার্টম্যান, মেরি হার্টম্যান’, ‘নট ডেড ইয়েট’, ‘অ্যারেস্টেড ডেভেলপমেন্ট’সহ বেশ কয়েকটি কাজে দেখা গেছে মুলকে। টিভি সিটকম ‘সাবরিনা : দ্য টিনএজ উইচ’ ও ‘রোজান’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি। এইচবিওর চার পর্বের কমেডি সিরিজ ‘ভিপ’-এ অভিনয়ের জন্য ২০১৬ সালে প্রাইমটাইম অ্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছিলেন। এ ছাড়া হলিউডের বহু সিনেমাতেও দেখা গেছে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *