অনির্দিষ্টকালের জন্য বন্ধ ওসমানী জাদুঘর

নিজস্ব প্রতিবেদক : অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানীর স্মৃতি বিজড়িত সিলেটের ধোপাদীঘিরপারস্থ ওসমানী জাদুঘর। রোববার (১৮ আগস্ট) এক নোটিশের মাধ্যমে বাংলাদেশ জাতীয় জাদুঘরের এ শাখাটি বন্ধ ঘোষণা করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ‘অনিবার্য কারণবশত বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং এর অধীনস্থ শাখা জাদুঘরের গ্যালারীসমুহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। আদেশক্রমে-কর্তৃপক্ষ’। এর সত্যতা নিশ্চিত করেছেন ওসমানী জাদুঘরের সহকারী কীপার মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, মুলত চলতি মাসের ৬ তারিখ থেকে জাদুঘরটি বন্ধ রয়েছে। রোববার জাতীয় জাদুঘর থেকে আনুষ্ঠানিক নোটিশের মাধ্যমে জাতীয় জাদুঘর ও জাদুঘরের সব শাখা বন্ধ ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *