প্রান্তি জনগোষ্টির দৌড় গড়ার লক্ষে প্রাথমিক স্বাস্থ্য নিশ্চিত করার জন্য সারা দেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন এর আদলে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য সুনামগঞ্জ জেলা সিএইচসিপি এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন করার লক্ষে ১৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশন মোঃ নাসির উদ্দিনের দায়িত্বে সুনামগঞ্জ জগৎযোতি পাঠাগারে নির্বাচন অনুষ্টিত। নির্বাচনে সভাপতি পদে অংশ গ্রহন করেন তিন জন প্রার্থী। মোট ২২ টি ভোটের মধ্যে ১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোঃ জুনাব আলী,তার নিকটতম প্রতিদন্ডী সাবেক সভাপতি তানজিল মিয়া ভোট পান ৯ টি, মোঃ বিল্লাল হোসেন ভোট পান ৩ টি। সাধারন সম্পাদক পদে ৩ জন প্রার্থী অংশ গ্রহন করে ১০ ভোট পেয়ে নির্বাচিত হন কামাল হোসেন,নিকটতম প্রতিদন্ডী প্রার্থী ইউনুছ মিয়া ভোট পান ৯ টি,মোঃ জাহান শরীফ ভোট পান ৩ টি। সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী অংশ গ্রহন করে ১৭ টি ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ নিজাম নুর তার প্রতিদন্ডী প্রার্থী আবুল খয়ের ভোট পান ৫ টি। কোষাদক্ষ পদে কোন প্রতিদন্ডী প্রার্থী না তাকায় বিনা প্রতিদন্ডীতায় নির্বাচিত হন রফিক আহমদ চৌধুরী। এছাড়াও নির্বাচনে সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাজন মাহবুব,ছাব্বির রহমান,কৌশিক রঞ্জন,আশিক নুর,ফরহাদ আহমদ,মনিরুল ইসলাম সহ প্রমুখ।