জামালগঞ্জে পিআইসি কমিটির সদস্যদের নিয়ে ইউএন র কর্মশালা

আজ ২৮ ডিসেম্বর হাওরের সকল পিআইসি কমিটির সদস্যদের নিয়ে দুপুরে হল রুমে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ইউএনও মুশফিকীন নুর র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা সঞ্চালনা করেন উপজেলা পাউবোর সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি৷।
নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্নের তাগিদ। কার্যাদেশ হস্তান্তর

উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো এরশাদ হোসেন , জেলা কমিটির সদস্য সাইফুল ইসলাম চৌধুরী , জামালগঞ্জ উপজেলার গণ্যমান্য প্রতিনিধি আব্দুর রব , আব্দুল মালিক , শাহ মোহাম্মদ শাহজাহান , হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, গণমাধ্যম প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, ও আব্দুল্লাহ আল মামুন , সাবেক ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার , সহ ৪০টি পিআইসির সভাপতি ও সদস্য সচিব গন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *