সৌদি আরব নেওয়ার কথা বলে ৫ লাখ টাকা আত্নস্বাদ করার অভিযোগ

জামালগঞ্জ উপজেলার ফেনারবাকঁ ইউনিয়নের বিজয়নগর গ্রামের মৃত নুরুল আমিন এর ছেলে ফারহান আহমদ ও তার মা মিলে সৌদি আরব নেওয়ার কথা বলে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। জানা যায়,জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছেলাইয়া গ্রামের মিজাননুর রহমান কে  ড্রাইভিং ভিসায় নেওয়ার কথা বলে ফারহানের মা সেকুয়া বেগম ২ বারে ৫ টাকা নেন। অভিযোগ কারী মিজাননুর জানান,অভিযোগে উল্লে খ করেন সৌদি আরব নেওয়ার কথা বলে বিজয়নগর গ্রামের সৌদি প্রবাসী ফারহান আহমদ তার মা আকিয়া বেগম কে  দিয়ে  ২ বারে ৫ লাখ টাকা নেন। টাকা নেওয়ার সময় তার মা আমার সাথে ৩ শত টাকার ষ্টাম্পে একটি চুক্তিপত্র করেন, সেখানে উল্লেখ ছিল ৩ মাসের মধ্যে সৌদি আরব না নিতে পাড়লে সম্পুন্ন টাকা ফেরত দিবেন। সেই হিসেবে আমাকে মেডিকেল করার পর প্রথমে ২লাখ ৫০ হাজার টাকা নেন,পরবর্তীতে আমাকে সহজ সরলতার সুযোগে জাল ভিসা দেখিয়ে আরো ২ লাখ ৫০ হাজার টাকা নেন। জাল ভিসা পাওয়ার পর ২ মাস অতিবাহিত হওয়ার পরও আমি জানতে পারি যে ভিসাটি জাল। তারপর আমি তার কাছে আমার টাকা ফেরত চাই সে আমাকে বার বার তারিখ দিয়ে টাকা না দেওয়ার তাল বাহনা শুরু করে।  স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ দের মাধ্যমে কয়েক দফা বিচার শালিস হলে সে তাদের কোন কথাই রাখেনি। অবশেষে নিরুপায় হয়ে আমি থানায় অভিযোগ দায়ের করি।
এ ব্যাপারে ফারহানের মা আকিয়া বেগমের সাথে যোগযোগ করার চেষ্টা করলেও উনার বাড়ি কিংবা ফোনে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *